সবটাই নয় আমি শুনতে চেয়েছি অন্যরকম কিছু
অজান্তেই তাই কখন ডেকেছি পিছু,
ইছের তুলির টানে ছরিয়েছি রঙ্গের আভাস
তাই রক্তাত হয়ে উঠেছে আজ এই ক্যানভাস।
হৃদয়ে বিষ ঢুকেছে তোর, হিংসায় মাখামাখি
মাথানত তাই সবসময়, দেখিস না চোখাচোখি।
কেউ চায় না এই প্রহসন, আর আমিও চাইনি,
কিন্ত হয়তো এটাই আমার ডেস্টিনি…
অনেকের হয়তো তুমি, কিন্তু আমার কাছে শুধুই আমার।
যদিও জানি না সঠিক অবস্থান তা আমার...
ভালোবাসা দুঃখো জড়ো হয়েছিল যতো,
জমে থাকে বুকে হয়ে ক্ষতো...
তবু তোমার কাছে বারে বারে ফিরি...
তুমি তিলোত্তমা রাতের পরি।
তুমি আমার কলকাতা নগরি
মায়াবি জাদু জানা কোনো সুন্দরি...
(সঞ্চারি মুখার্জ্জী)
No comments:
Post a Comment