হতে পারি
প্রান্তিক চক্রবর্ত্তী
আমি মেঘ হতে পারি
যদি বৃষ্টি হয়ে থাকো,
আমি তুলি হতে পারি
যদি প্রেমের ছবি আঁকো।।
আমি বিহঙ্গ হতে পারি
যদি উড়তে তুমি চাও,
আমি স্বপ্ন হতে পারি
যদি সুখ তুমি পাও।।
আমি বাতাস হতে পারি
যদি স্পর্শ তোমার লাগে,
আমি মন হতে পারি
যদি প্রেম তোমার জাগে।।
আমি দৃষ্টি হতে পারি
যদি সুখের আলো দেখো,
আমি কলম হতে পারি
যদি আত্মকথা লেখো।।
আমি ফুল হতে পারি
যদি তোমার হাতে রাখো,
আমি হৃদয় হতে পারি
যদি মাঝে তুমি থাকো।।
আমি কথা হতে পারি
যদি হাসো তুমি আরও,
আমি জীবন হতে পারি
যাতে বাঁচতে তুমি পারও।।
No comments:
Post a Comment