Wednesday, 14 September 2011

Beggar & the Tourist

I saw an old man lying by the side of the street starring into oblivion
What a simple existence, purposeless and futile my opinion
He saw a young man busily running around in futile pursuit
Only to fulfill what he was taught, someone's ideal to suite
I see the existence of a beggar, idle and senseless
He sees the life of a slave, brainwashed and defenseless.....

-RIJIT SARKAR.

Tuesday, 13 September 2011

শরত বেলা


আকাশ কোলে মেঘের খেলা
হাওয়ার দোলা কাশে,
শিশির ভেজা শীতলতা
মাঠের সবুজ ঘাসে।।
শিউলি বোটায় রঙের ছোঁয়া
সৌরভে নভঃ ভরা ,
শরবেলার এমন খেলায়
মুখরিত আজ ধরা।।
প্রজাপতিটির ছুটে যাওয়া
ফুলের মধু পেয়ে,
মহামায়ার আগমনে
উঠল পাখি কন্ঠ ছেড়ে গেয়ে।।
বিকেল বেলার রঙিন মেঘে
উদাস করা চিত্ত,
গাঁয়ের শিশু আদুল গায়ে
নিত্য করে নৃত্য।।
ছোট্টো মেয়ের পুকুর ঘাটে
চুকি্তকি্ত খেলা,
মন বসে না পড়ায় এদের
আজ যে শরৎ বেলা।।
গায়ের বধু আবার চেয়ে
নতুন স্বপ্ন দেখে,
এমন দিনে নতুন করে
বাঁচতে সে শেখে।।
মরদ্গুলির কঠোরতাও
আজ যে গেছে চুরি,
বউ ছেলেকে নিয়ে দেখে
স্বপ্ন ভুরি ভুরি।।

শহর টারও একি ছবি
সুখের স্মৃতি মনে,
বিভেদ ভুলে আজকে সবাই
মিশেছে আপনজনে।।
রুদ্ধ মনের দুয়ার খুলেছে
মান অভিমান ভুলে,
হাজ়ার খুশি সবার মুখে
আলোর প্রদীপ জ্বেলে।।
ঢাকের কাঠির আগাম সুরে
স্তব্ধ আজ ধ্বংস বাণী,
মিলন মেলার এমন দিনে
লুকিয়েছে মুখ হানাহানি।।
সারাটা বছরে কতো দঃখ
কত অজানা ব্যথা,
কাগজ়ে কলমে লিখে ফেলেছি
হয়ছে কাব্য কথা...
আজকের এই শরৎ বেলায়
দুঃখ জয় করে...
উদাস পাগল কবির লেখায়
সুখের আলোই ঝরে...

ভাবতে থাকে আপন মনে...
সকল ঋতুই এমনতর-
শরযদি হতো!
জীবন থেকে হারাতো নাকি?
দুঃখ আছে যতো!


(প্রান্তিক)


Thursday, 8 September 2011

ও শহর...আমার শহর


সবটাই নয় আমি শুনতে চেয়েছি অন্যরকম কিছু
অজান্তেই তাই কখন ডেকেছি পিছু,
ইছের তুলির টানে ছরিয়েছি রঙ্গের আভাস
তাই রক্তাত হয়ে উঠেছে আজ এই ক্যানভাস।

হৃদয়ে বিষ ঢুকেছে তোর, হিংসায় মাখামাখি
মাথানত তাই সবসময়, দেখিস না চোখাচোখি।
কেউ চায় না এই প্রহসন, আর আমিও চাইনি,
কিন্ত হয়তো এটাই আমার ডেস্টিনি

অনেকের হয়তো তুমি, কিন্তু আমার কাছে শুধুই আমার।
যদিও জানি না সঠিক অবস্থান তা আমার...
ভালোবাসা দুঃখো জড়ো হয়েছিল যতো,
জমে থাকে বুকে হয়ে ক্ষতো...

তবু তোমার কাছে বারে বারে ফিরি...
তুমি তিলোত্তমা রাতের পরি।
তুমি আমার কলকাতা নগরি
মায়াবি জাদু জানা কোনো সুন্দরি...



(সঞ্চারি মুখার্জ্জী)