Tuesday 13 September 2011

শরত বেলা


আকাশ কোলে মেঘের খেলা
হাওয়ার দোলা কাশে,
শিশির ভেজা শীতলতা
মাঠের সবুজ ঘাসে।।
শিউলি বোটায় রঙের ছোঁয়া
সৌরভে নভঃ ভরা ,
শরবেলার এমন খেলায়
মুখরিত আজ ধরা।।
প্রজাপতিটির ছুটে যাওয়া
ফুলের মধু পেয়ে,
মহামায়ার আগমনে
উঠল পাখি কন্ঠ ছেড়ে গেয়ে।।
বিকেল বেলার রঙিন মেঘে
উদাস করা চিত্ত,
গাঁয়ের শিশু আদুল গায়ে
নিত্য করে নৃত্য।।
ছোট্টো মেয়ের পুকুর ঘাটে
চুকি্তকি্ত খেলা,
মন বসে না পড়ায় এদের
আজ যে শরৎ বেলা।।
গায়ের বধু আবার চেয়ে
নতুন স্বপ্ন দেখে,
এমন দিনে নতুন করে
বাঁচতে সে শেখে।।
মরদ্গুলির কঠোরতাও
আজ যে গেছে চুরি,
বউ ছেলেকে নিয়ে দেখে
স্বপ্ন ভুরি ভুরি।।

শহর টারও একি ছবি
সুখের স্মৃতি মনে,
বিভেদ ভুলে আজকে সবাই
মিশেছে আপনজনে।।
রুদ্ধ মনের দুয়ার খুলেছে
মান অভিমান ভুলে,
হাজ়ার খুশি সবার মুখে
আলোর প্রদীপ জ্বেলে।।
ঢাকের কাঠির আগাম সুরে
স্তব্ধ আজ ধ্বংস বাণী,
মিলন মেলার এমন দিনে
লুকিয়েছে মুখ হানাহানি।।
সারাটা বছরে কতো দঃখ
কত অজানা ব্যথা,
কাগজ়ে কলমে লিখে ফেলেছি
হয়ছে কাব্য কথা...
আজকের এই শরৎ বেলায়
দুঃখ জয় করে...
উদাস পাগল কবির লেখায়
সুখের আলোই ঝরে...

ভাবতে থাকে আপন মনে...
সকল ঋতুই এমনতর-
শরযদি হতো!
জীবন থেকে হারাতো নাকি?
দুঃখ আছে যতো!


(প্রান্তিক)


No comments:

Post a Comment